সাতক্ষীরা প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল ডিবি পুলিশের সহযোগিতায় সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরা ডিবি পুলিশের এসআই আনিসুজ্জামান নিখাদ খবরকে জানিয়েছেন, গ্রেপ্তার করার পর রাতেই নিশীকে ঢাকায় নিয়ে গেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।