রাজশাহী অফিস>
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে একজ যুবক আহত হয়েছে।গুলিবিদ্ধ ওই যুবকের নাম মো: শহিদুল ইসলাম (২২)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভির্তি করা হয়েছে।
আজ শনিবার ভোর আনুমানিক ৪ টার দিকে শিবগঞ্জ থানাধীন সোনা মসজিদ স্থলবন্দরের বাগিচা পাড়া সীমান্তে তাকে বুকে গুলি করে। পরে ভোর সাড়ে পাঁচটায় গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের পরিবারের দাবি, ওই সীমান্তে ড্রেজারে করে মাটি কাটা কচ্ছে। ভোরে শহিদুল অন্যদের সাথে ট্রলিতে করে মাটি আনতে গিয়েছিল। এসময় বিএসএফ তাদেরকে উদ্দেশ্য করে গুলি করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে. বিশ্বাস জানান, আহত যুবকের বুকের ডান পাশে গুলি আছে। গুলিটি বের করার জন্য তাকে বেলা ১২ টায় হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।