নিখাদ খবর প্রতিবেদক>
সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা ১১ আসনের সংসদ সদস্য মুজিবুল হক, বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসীনা আকতার এবং রাজধানীর রিজেন্সী হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী জেবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব দুদকের পৃথক তিন আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে বিচারক নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন নিখাদ খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান বলেন, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে। বর্তমান বাস্তবতায় মজিবুল হক দেশত্যাগ করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মজিবুল হকের বিদেশ গমন রহিত করা আবশ্যক।
সাবেক এমপি শরিফুলের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে দুদকের উপপরিচালক মো. সিফাত হাসান বলেন, বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও স্ত্রী মোহসীনা আকতার ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং উক্ত সম্পদের তথ্য গোপন, স্থানান্তর রূপান্তর ও হস্তান্তর করেছেন। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
টিমে দলনেতা হিসেবে দুদকের উপপরিচালক মেফতাহুল জান্নাত ও উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনকে সদস্য করা হয়েছে। মুসলেহ উদ্দিন স্বপরিবারে গোপনে দেশত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে।