স্টাফ রিপোর্টার>
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
আজ বুধবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ঢাকার বারিধারাস্থ চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়ায্যম হোসাইন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
তবে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোন কথা বলেনি প্রতিনিধি দলের সদস্যরা।