মো: ওবাইদুল হক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম প্রেসক্লাব ‘মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ’-এর কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় শহরের বিশ্বরোড মোড়ে অবস্থিত মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের হল রুমে সাধারণ সভা ও বিকেল ৩টার সময় নির্বাচন অনুষ্ঠিত হয়।
মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের প্রথমবারের মতো সরাসরি নির্বাচনে সভাপতি পদে আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: ফেরদৌস সিহানুক শান্ত ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মো: বদিউজ্জামান রাজাবাবু নির্বাচিত করে মোট ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি পদে দৈনিক চাঁপাই সংবাদ-এর সম্পাদক ডিএম কপোত নবী, সহসভাপতি পদে দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি মো: মুকুল আলী, সহসাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মো: মনোয়ার হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার মো: আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মো: ইমাম হাসান জুয়েল, তথ্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মো: অনিক দেওয়ান, অর্থ সম্পাদক পদে দৈনিক আলোর বার্তার জেলা প্রতিনিধি মো: রবিউল আওয়াল, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক একুশে সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোসা: তাজরিন খান, দপ্তর সম্পাদক পদে দৈনিক সমাজ সংবাদের জেলা প্রতিনিধি মো: আবুল বাসার মিলন।
এ সময় কার্যকরী সদস্য হিসেবে দৈনিক নিখাদ খবরের জেলা প্রতিনিধি মো: ওবাইদুল হক, বিজনেস মিররের জেলা প্রতিনিধি সাকিব আলী, দৈনিক বাংলার গোমস্তাপুর প্রতিনিধি মো: আলাউদ্দিন পারভেজ ও দৈনিক সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি নাইম খানকে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।