ঢাকায় বেড়েছে গাঁজার চাহিদা দাম বেড়েছে ইয়াবার

অপরাধ

স্টাফ রিপোর্টার>

ঢাকায় ইয়াবার দাম বেড়ে যাওয়া বেড়েছে গাঁজার চাহিদা।
মাদক নিয়ন্ত্রণ অদিধদপ্তরের ঢাকা মেট্রোর এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইয়াবার দাম বেড়ে যাওয়ায় গাঁজার চাহিদা বেড়েছে। প্রায় একই তথ্য দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার মাদক কারবারি সাজিদুল হক। শুক্রবার ডিবি পুলিশ গাবতলী সংলগ্ন পর্বত সিনেমা হলের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। যার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
মাদক অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ কারণে ইয়াবার চালান কমে গেছে। আগে যেখানে টেকনাফে এক পিস ইয়াবা বিক্রি হত ৩০ টাকা বর্তমানে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। অপর দিকে ঢাকায় আগে যে ইয়াবা পিস বিক্রি হত ৩০০ টাকা এখন বিক্রি হচ্ছে চার থেকে পাঁচশত টাকা। তাই মাদককারবারিরা দিন দিন ঝুঁকছে গাঁজার দিকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার মাদক কারবারি সাজিদুল হক।
শুক্রবার ডিবি পুলিশ গাবতলী সংলগ্ন পর্বত সিনেমা হলের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। যার মূল্য প্রায় ৪ লাখ টাকা। এই মাদক কারবারিও পুলিশকে একই তথ্য দিয়েছে।
এসব গাঁজার চালান আসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কুমিল্লা, লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে। সীমান্ত এলাকা থেকে যে পরিমাণ গাঁজা আসে তার সিংহভাগই ঢাকায় কেনাবেচা হয়। মাদক কারবারিরা বিভিন্ন যানবাহনে করে ঢাকায় নিয়ে আসছে গাঁজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *