রুপালীর এমডি হলেন বঙ্গবন্ধু পরিষদ নেতা

জাতীয়

নিখাদ খবর রিপোর্টার>>
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু পরিষদের নেতা কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। যুগ্ম সচিব মীনাক্ষী বর্মণের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, ওয়াহিদুল ইসলামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
১৯৯৮ সালে সিনিয়র অফিসার পদে তিনি যোগদান করেছিলেন রূপালী ব্যাংকে। ধাপে ধাপে হয়েছিলেন ব্যাংকটির মহাব্যবস্থাপকও। ২০২২ সালে আরেক দফা পদোন্নতি পেয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হন। অর্থমন্ত্রণালয় তাকে পাঠায় সোনালী ব্যাংকে।
সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে মহাপারদর্শী প্রকৌশল লাইনে লেখাপড়া করা এই ব্যাংকার। বৈরী পরিবেশে তিনি যেন এখন আর নৌকায় উঠতে চাচ্ছেন না। নৌকার পাল ছেড়ে দিয়ে ভুলে যেতে চান বঙ্গবন্ধুকেও। অস্বীকার করতে চান রাজনৈতিক আদর্শও। এবার সফলও হয়েছেন কাজী ওয়াহিদুল।
২০২১ সালের ১১ জানুয়ারির কমিটিতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ রূপালী ব্যাংক শাখার সিনিয়র সহসভাপতি পদ নিয়েছিলেন তিনি। ওই কমিটির সভাপতি শচীন্দ্র নাথ সমাদ্দার। এখন আছেন বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকে (বিডিবিএল)। কমিটি গঠনের সময় তার পোস্টিং ছিল খুলনায়, রূপালীর ডিজিএম হিসেবে। সভাপতির অনুপস্থিতিতে গুরুদায়িত্ব পালনের জন্যই হয়তো সিনিয়র সহ-সভাপতির পদ বাগিয়েছিলেন এই চামড়াবিশারদ। চামড়া নিয়ে পড়াশুনা করা এই ব্যাংকার জুলাই আন্দোলন ও ‘গণহত্যা’ চলাকালেও ওই পদের পরিচয় দিতে বিব্রতবোধ করেননি তিনি। কিন্তু ৫ আগষ্ট তার নেত্রী শেখ হাসিনা পলায়নের পর থেকে রাতারাতি নিজের চামড়া পাল্টে ফেলে সুবিধা ভোগ করতে শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *