পুলিশ সুপার হলেন নাছের

Uncategorized

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন  হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তিনি ২৭তম বিসিএস পুলিশে যোগদান করেছিলেন।ফ্যাসিষ্ট আওয়ামী সরকার দীর্ঘদিন ধরে তাঁকে নানা ভাবে বঞ্চিত করে রেখেছিল। তিনি বর্তমানে এডিসি হিসেবে ডিবি ডিএমপির সাইবার অপরাধ শাখায় কর্মরত আছেন।

সে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হারিস রিকাবদার (কালা মিয়া স্যার) এর ছোট ছেলে।

তারা চার ভাই বোনই বিসিএস কেডার। বড় বোন নীগার লায়লা নীলা শিক্ষা(২৫ তম বিসিএস), বড় ভাই
হাছান মোহাম্মদ তারেক রিকাবদার, কাস্টমস(২৪ তম বিসিএস)নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত। ও ছোট বোন,, নুসরাত লায়লা নীরা এডমিন ক্যাডারে (৩৪ তম বিসিএস) কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *