দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে বিদায়ী শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

চর ফ্যাশন

দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে বিদায় অনুষ্ঠান।

মিজান ফারহান দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ২০২৪ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৭ জুন) সকাল ১১ টায় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ মিলনায়তনে কলেজের আয়োজনে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ‍রফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ‘ভালো ফলাফল করে দেশ জাতি ও সমাজের মুখ উজ্জল করার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের সিড়ি বেয়ে রাষ্ট্রের উচু স্থান দখল করবে।

দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ এর অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন, ইতিবাচক পরিবেশে সুষ্ঠ ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহন করে ভালো রেজাল্ট করো এটা তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদ পিপি এম,

রসুলপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক,বেগম রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শরিফুল আলম সোয়েব, চরমানিকা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক নিজাম উদ্দিন রাসেল, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ, চর আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ফরহাদ হোসেন,এছাড়াও আরো উপস্থিত ছিলেন

চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক, নীলিমা জ্যাকব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আরিফ,

দক্ষিণ আইচা থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মহিউদ্দিন বিপ্লব, চরমানিকা ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক হারুন মাস্টার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রানা ও সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকনসহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ। অধ্যায়নাত্ত্র ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রী রাত্রি, বিদয়

ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ইয়ামিন রাজু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ জামে মসজিদের ইমাম মিজানুর রহমান।

বক্তারা এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি বছরের মতো এবারও ভালো ফলাফলের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান এবং মহান আল্লাহর কাছে তাদের সর্বোচ্চ সফলতা কামনা করেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *