বিদেশগামী সকল বাংলাদেশী যাত্রীকে এখন থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে

জাতীয়

বিদেশ গমনকারী সকল বাংলাদেশী যাত্রীকে এখন থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর তা হতে হবে সরকার অনুমোদিত করোনা টেস্টিং সেন্টার থেকে। একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ ভার্চুয়াল আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়– ইমিগ্রেশন কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধার্থে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেয়ারও নিয়ম থাকবে। এছাড়া কর্মসংস্থানের জন্য বিদেশে গমনকারীদের করোনা পরীক্ষার সুবিধার জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি নিবেদিত করোনা টেস্টিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। আন্ত:মন্ত্রণালয় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম অংশ নেন। এছাড়া পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বিমান ও পর্যটন সচিব মোহাম্মদ মুহিবুল হক, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন সভায় সংযুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *