ভোলায় হারিয়ে যাওয়া ০৩টি স্মার্ট ফোন ও বিকাশ প্রতারিত টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।

অপরাধ চর ফ্যাশন প্রচ্ছদ সমাজ সেবা

ভোলায় হারিয়ে যাওয়া ০৩টি স্মার্ট ফোন ও বিকাশ প্রতারিত টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।

নিখাদ বার্তা কক্ষ।।
[০৭ মে ২০২৩ খ্রিঃ]

জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায়, জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অফিসার ইনচার্জ, দঃ আইচা থানা, ভোলার নেতৃত্বে ও জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ০৩টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারিত ২০,০০০/- টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে দঃ আইচা থানা, ভোলা কর্তৃক গত ০১ মে থেকে অদ্য পর্যন্ত বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ০৩টি স্মার্ট ফোন ও ২০,০০০/- টাকা উদ্ধার পূর্বক ০৬ মে ২০২৩ তারিখ রবিবার প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অফিসার ইনচার্জ, দঃ আইচা থানা, ভোলা।

এ সময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও দঃ আইচা থানা ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *