দক্ষিণ আইচায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ধিত সভা।

চর ফ্যাশন প্রচ্ছদ রাজনীতি

দক্ষিণ আইচায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ধিত সভা

৩ ডিসেম্বর , ২০২২

বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করতে দক্ষিণ আইচা থানা ও চরমানিকা ইউনিয়ন পূর্ব শাখার যৌথ উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর ) সন্ধ্যায় চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় এ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ আইচা থানা যুবলীগের আহ্বায়ক আকতার হোসেন বাবুল এর সভাপতিত্বে ও দক্ষিণ আইচা থানা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মহিউদ্দিন বিপ্লবের সঞ্চালনায়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল এমরান, সাংগঠনিক সম্পাদক মনজুরুল আলম বিপ্লব, শশীভূষণ থানা যুবলীগ আহ্বায়ক ফারুক হোসেন জুয়েল, দক্ষিণ আইচা থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশ্রাফ উদ্দিন সবুজ, অন্যান্য দের মধ্যে আরও বক্তব্য রাখেন চরমানিকা ইউনিয়ন পূর্ব শাখা যুবলীগের সভাপতি গিয়াস। উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ হারুন মাস্টার। পশ্চিম যুবলীগের সভাপতি মোঃ জামাল মেম্বার।
উক্ত বর্ধিত সভায় উপস্থিতি ছিল, আওয়ামী লীগ নেতা, মোঃ রুহুল আমিন দালাল সহ যুবলীগ নেতা কর্মীরা সহ

এ সময় দক্ষিণ আইচা থানার আওতাধীন ৪টি ইউনিয়নের যুবলীগের সভাপতি /সম্পাদক সহ স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাইদুর রহমান স্বপন বলেন, গৌরব, ঐতিহ্য, ইতিহাস ও সংগ্রামে যুবলীগের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীতে যুবলীগের কথা বলতে এসেছি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কথা বলতে এসেছি। আগামী ৬ ডিসেম্বর যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরফ্যাশন সরকারি টি বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুবকদের নিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় যুব সমাজের প্রতি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।

বর্ধিত সভা শেষে যুব মহাসমাবেশ সফল করতে একটি মিছিলও করেন যুবলীগের নেতাকর্মীরা। এ সময় এলাকবাসীও হাত নেড়ে, তালি দিয়ে মিছিলকারীদের সমর্থন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *