পুলিশের ধাওয়ায় নদীতে নিখোঁজ যুবক, আরও ২ পুলিশ সদস্য ক্লোজ।

অপরাধ প্রচ্ছদ ভোলা

পুলিশের ধাওয়ায় নদীতে নিখোঁজ যুবক, আরও ২ পুলিশ সদস্য ক্লোজ

নিখাদ বার্তাকক্ষ।।

২৫ নভেম্বর ২০২২.

ঘটনাস্থল পরিদর্শনে ওসি জাকির হোসেন। ছবি: আমাদের সময়

ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ যুবক নোমানের (২৮) একদিনেও সন্ধান মেলেনি। এ ঘটনায় দৌলতখান থানার চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

তারা হলেন উপপরিদর্শক (এসআই) স্বরূপ কান্তি, সোহেল রানা, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেল ও সজিব।

advertisement

নোমান চরখলিফার ৯ নম্বর ওয়ার্ডের সুকদেব স্কুল মোড় এলাকার বাসিন্দা। তিনি পাতারখাল মাছ ঘাটে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। দুপুরে নদীর পাড়ে জুয়ার আসরে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে নোমান নদীতে ঝাঁপ দেন। পরে পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা অনেক খুঁজেও তার সন্ধান পায়নি।

ইলিয়াছ নামের স্থানীয় এক ব্যক্তি জানান, নদীর পাড়ে জুয়া খেলার সময় পুলিশ ধাওয়া করলে ওই যুবক নদীতে পড়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি নদীর পানিতে তলিয়ে যান। এখন পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *