শ্বাসনালীতে মায়ের বুকের দুধ আটকে এক শিশুর মৃত্যু

সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা নাফিজা (১০মাস) নামের এক শিশু মায়রের বুকের দুধ পান করার সময় শ্বাসনালীতে দুধ আটকে মৃত্যুর ঘটনা ঘটেছে।

শিশু নাফিজা উপজেলার নগরঘাটা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় মোঃ কামরুল ইসলাম, হাফিজা দম্পতির একমাত্র শিশুকন্যা।

বৃহস্পতিবার (৬ই সেপ্টেম্বর) দুপুরের দিকে মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় খাদ্যনালীতে আটকে গেলে দ্রুত চিকিৎসার জন্য সাতক্ষীরা নেওয়ার পথিমধ্যে শিশুটি মৃত্যু বরণ করে।

প্রতিবেশি আল মামুন বলেন, ২০১৯ সালে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ওছিম উদ্দিনের ছেলে কামরুল ইসলামের সাথে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার আনারুল ইসলামের মেয়ে হাফিজা বেগমের বিয়ে সম্পন্ন হয়। চলতি বছরের জানুয়ারি মাসে তাদের কোলজুড়ে শিশুওকন্যা নাফিজার জন্ম হয়।

নগরঘাটা ইউনিয়নের চেয়ারমান কামরুজ্জামান লিপু শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯টায় জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। একমাত্র কন্যার এমন করুণ মৃত্যুতে বাকরুদ্ধ ওই দম্পতিসহ তার পরিবার। শিশুটির বাড়িতে চলছে শোকের মাতম।

সাতক্ষীরা শিশু হাসপাতালের চিকিৎসক আবুল বাশার আরমান বলেন, শিশুর দুধ খাওয়ানোর সময় শোবার অসুবিধার কারণে শ্বাসনালীতে অতিরিক্ত দুধ প্রবেশ করলে মৃত্যু হতে পারে।

পাটকেলঘাটা থানার পরিদর্শক বিশ্বজিৎ মন্ডল বলেন, বিষয়টি আমাকে কেউ জানাইনি। আপনার কাছ থেকে শুনলাম। বিষয়টি খোঁজ নিচ্ছি।
## আসাদুজ্জামান সরদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *