জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানালেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটি

সারাদেশ

নিখাদ বার্তাকক্ষ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্যরা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ঢাবি’র উপাচার্য এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ।

আজ দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি’র নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্যরা ।

সর্বপ্রথম শ্রদ্ধা জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের সঙ্গে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় সুপ্রিমকোর্ট আইজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলালসহ সমিতির নেতৃবৃন্দ ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
এরপর মহা হিসাব নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম বঙ্গবন্ধুর সমাধিতে সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া-মোনাজাতে অংশ নেন। এ সময় মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মোহাম্মাদ আখতারুজ্জামান টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দলসহ ঢাকা বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে  উপাচার্য ফাতেহাপাঠ শেষে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মেনাজাত করেন। এ সময় ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানান। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উচ্চ পদস্থ কর্মকর্তা ও গোপালগঞ্জের জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এরপর ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানান।
এরপর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সহধর্মিণী মাফরুহা আহমদ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টের শহীদদের রুহের শান্তি কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।
এরআগে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুর রহমান খান ও সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টুর নেতৃত্বে আইনজীবীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 
এরপর গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক এসএম নুরুল ইসলামের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বেলা ২টা ৩০ মিনিটি বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় ও জেলা কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরআগে শহীদ আহসানুল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের সভাপতি এ্যাড. আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক আতউর রহমানের নেতৃত্বে স্মৃতি পরিষদের সদস্যরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করেন। পরে তারা ফাতহা পাঠ, বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। 
এছাড়া বুয়েট ছাত্রলীগের সাবেক ভিপি ইঞ্জিন্য়িার আবু নোমান হাওলাদার, মুক্তিযুদ্ধ সৈনিক লীগসহ শতাধিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *