নিয়মতান্ত্রিক সভা, প্রচারণায় আপত্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা

নিখাদ বার্তাকক্ষ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, নিয়মতান্ত্রিক মিটিং, সভা, প্রচার করলে সরকারের কোন আপত্তি নেই।
‘নিয়মতান্ত্রিক মিটিং, সভা, প্রচার করলে আমাদের কোনো আপত্তি নেই… প্রতিবন্ধকতা সৃষ্টি করলে নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজ তারা করবে,’ মন্ত্রী বলেন।
আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিএনপিকে উদ্দেশ্যে করে এ মন্তব্য করেন।
তিনি জোর দিয়ে বলেন, ‘যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তা-ঘাট বন্ধ করার চেষ্টা করবে, জানমালের ওপর আঘাত করবে, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজ তারা করবে।’
বিএনপি একটি রাজনৈতিক দল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) রাজনৈতিক কৌশল রয়েছে… রাজনৈতিক কৌশলে তারা নির্বাচনে যাবে কি যাবে না, এটা তাদের বিষয়।’
আসাদুজ্জামান বলেন, তারা (বিএনপি) প্রেস ক্লাবের সামনে রোজ মিটিং করছে, এতে আমরা বাঁধা দিচ্ছি না। কিন্তু তারা রাস্তা-ঘাট বন্ধ করবে, জান-মালের ক্ষতি করবে, এটা আমরা করতে দেব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *