প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি এনামুল তুরাগে গ্রেফতার

জাতীয়

নিখাদ বার্তাকক্ষ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শেখ মো. এনামুল হক (৫৩)।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আ ন ম ইমরান খান বাসসকে এ সব তথ্য জানান।
এএসপি ইমরান খান জানান, বহুল আলোচিত গোপালগঞ্জের কোটালী পাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি এনামুলকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।
এদিকে, ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো, মেহেদী হাসান আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক এক আসামিকে শনিবার রাতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, এখন সে র‌্যাবের হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *