সোডা অ্যাশ ঘোষণায় ‘ঘনচিনি’ আমদানি, চট্টগ্রাম কাস্টমসে আটক

অপরাধ

নিখাদ বার্তাকক্ষ : চট্টগ্রাম বন্দর দিয়ে সোডা অ্যাশ আমদানির ঘোষণায় ১৯ মেট্রিকটন আমদানি নিষিদ্ধ ও ক্যান্সার সৃষ্টিকারী ঘনচিনি আমদানি করেছে ঢাকার বংশালের আমদানিকারক প্রতিষ্ঠান ডিএসএস এন্টারপ্রাইজ। চট্টগ্রাম বন্দরে আসা ১৯ টন আমদানি নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
সাধারণ চিনির তুলনায় ৫০ গুণ বেশি মিষ্টি ঘনচিনি, যা ক্যানসার রোগ সৃষ্টির অন্যতম উপাদান। চীন থেকে ক্ষতিকর এ চিনি আমদানি করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সালাহ উদ্দিন রিজভী ঘনচিনির চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, গত ১৮ মে চীনের জিনদাও বন্দর থেকে এইচ আর হীরা নামের একটি জাহাজে করে এ চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। সন্দেহ হলে আ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পণ্য চালানটি লক করা হয়। গতকাল বুধবার (২৫ মে) চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এসময় পণ্যের গায়ে আমদানিকারকের নাম ও পণ্য সংক্রান্ত তথ্য সম্বলিত একটি স্টিকার দেখা যায়। বস্তাগুলোর ভেতরে সোডা আ্যাশ লাইট লেখা থাকলেও ভেতরে আরেকটি প্লাস্টিকের বস্তা দেখতে পাওয়া যায়। এর ভেতরে ১৯ মেট্রিকটন আমদানি নিষিদ্ধ ঘনচিনির অস্তিত্ব পাওয়া যায় এবং ১ মেট্রিকটন সোডা আ্যাশ পাওয়া যায়।
চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সালাহ উদ্দীন রিজভী বলেন, সাধারণ চিনির চেয়ে ৫০ গুণ বেশি মিষ্টি এই ঘনচিনি। এর মাধ্যমে ক্যান্সার রোগ সৃষ্টি হয় এবং পণ্যটি আমদানি নিষিদ্ধ। আমদানিকারকের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *