শতাব্দীর সেরা ওয়ানডে তালিকায় দ্বিতীয়ঃ সাকিব

ক্রিকেট প্রচ্ছদ বাংলাদেশ

মিজানুর রহমানঃস্টাফ রিপোর্টার।

 

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় নিষেধাজ্ঞার কারণে সব ধরণের ক্রিকেট থেকে বাইরে আছেন সাকিব আল হাসান। তবে খেলা থেকে দূরে থাকলেও তার সুনাম ও খ্যাতি বেড়েই চলেছে।

ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন ‘উইজডেন’ এর গবেষণায় চলতি শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব। ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ‘ক্রিকভিজ’ এর সঙ্গে যৌথ গবেষণায় এ ফল প্রকাশ করেছে উইজডেন ক্রিকেট মান্থলি।

উইজডেনের জুলাই মাসের সংখ্যায় চলতি শতাব্দী অর্থাৎ প্রায় বিশ বছরের পরিসংখ্যান বিবেচনায় সাকিবকে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব টেস্টে জায়গা পেয়েছেন ষষ্ঠ স্থানে। টেস্টে মুরালিধরন ছাড়া সাকিবের ওপরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, গ্লেন ম্যাকগ্রা ও দক্ষিণ আফ্রিকার শন পোলক। অবশ্য, টি-টোয়েন্টিতে সেরাদের তালিকায় জায়গা হয়নি সাকিবের।

যদিও এটিকে সরাসরি ‘সেরা খেলোয়াড়’ হিসেবে চিহ্নিত করেনি উইজডেন ও ক্রিকভিজ। তারা এর নাম দিয়েছে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ অর্থাৎ শতাব্দীর সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। যারা খেলাটিতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন, তাদেরকে বাছাই করা হয়েছে।

সে তালিকায়ই ওয়ানডে ক্রিকেটে গত ২০ বছরের দ্বিতীয় মূল্যবান ক্রিকেটার হয়েছেন সাকিব।

এছাড়া ওয়ানডেতে সাকিবের উপরে আছেন ইংল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জায়গা পেয়েছেন ছয় নম্বরে। টেস্ট ও টি-টোয়েন্টির তালিকায় বর্তমান সেরা ব্যাটসম্যান কোহলির নাম নেই। টেস্টে সবার উপরে আছে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের নাম। তারপর ভারতের রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, গ্লেন ম্যাকগ্রা ও দক্ষিণ আফ্রিকার শন পোলক।

 

ওয়ানডের সেরা ১০ ক্রিকেটার :

১. অ্যান্ড্রু ফ্লিনটফ,ইংল্যান্ড

২. সাকিব আল হাসান,বাংলাদেশ

৩. গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া

৪. এবি ডিভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা

৫. কেন উইলিয়ামস, নিউজিল্যান্ড

৬. বিরাট কোহলি, ভারত

৭. শন পোলক, দক্ষিণ আফ্রিকা

৮. হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকা

৯. নাথান ব্র্যাকেন, অস্ট্রেলিয়া

১০. জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা

 

টেস্টের সেরা ১০ ক্রিকেটার :

১. মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা

২. রবীন্দ্র জাদেজা, ভারত

৩. স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া

৪. গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া

৫. শন পোলক, দক্ষিণ আফ্রিকা

৬. সাকিব আল হাসান, বাংলাদেশ

৭. জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা

৮. রবিচন্দ্রন অশ্বিন, ভারত

৯. প্যাট কমিন্স, অস্ট্রেলিয়া

১০. শেন ওয়ার্ন, অস্ট্রেলিয়া

 

টি-টোয়েন্টির সেরা ১০ ক্রিকেটার :

১. রশিদ খান, আফগানিস্তান

২. যশপ্রীত বুমরা, ভারত

৩. ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া

৪. সুনীল নারাইন, ওয়েস্ট ইন্ডিজ

৫. এবি ডিভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা

৬. ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ

৭. এভিন লুইস, ওয়েস্ট ইন্ডিজ

৮. লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা

৯. ওয়াহাব রিয়াজ, পাকিস্তান

১০. কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *