মিজানুর রহমান।।
চর ফ্যাসন মনপুরা গন মানুষের নেতা।আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম,পি ।
একান্ত প্রচেষ্টায় ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের অর্থায়নে। উঃচর মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের বহুমুখী দুর্যোগ ও আশ্রয়ন প্রকল্প ভবনের ডিজিটাল পদ্ধতিতে। আজ শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলে,চর ফ্যাসন উপজেলার,ইউএনও
জনাব,রুহুল আমিন,
রিপন কুমার বিশ্বাস। সহকারী কমিশনার ভূমি।
দঃআইচা থানার অফিসার ইনচার্জ
জনাব,হারুন অর রশিদ।
৯নং চর মানিকা,ইউনিয়ন চেয়ারম্যান,আলহাজ্ব মোঃশফিউল্ল্যাহ হাং,সভাপতি। চর মানিকা মাধ্যমিক বিদ্যালয়।
জনাব,মোঃনুরুল আমিন,প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক বৃন্দু, চর মাধ্যমিক বিদ্যালয়।
জনাব,সাইদুর ইসলাম(সোহাগ)সাধারন সম্পাদ ৯নং চর মানিকা আওয়ামীলীগ।
জনাব,মোসলেউদ্দিন ডাং,সাবেক সাধারণ সম্পাদক। চর মানিকা পশ্চিম আওয়ামী লীগ।
জনাব,আকতার হোসেন (বাবুল)আহবায়ক দঃআইচা থানা যুবলীগ।
জনাব,আশ্রাফ উদ্দিন(সবুজ)যুগ্ম আহবায়ক দঃআইচা থানা যুবলীগ।
জনাব,মোঃ শাহাজান ইউপি সদস্য চর মানিকা ১নং ওয়ার্ড।
জনবা,মোঃফারুক মেম্বা ইউপি সদস্য চর মানিকা ৩নং ওয়ার্ড।