ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তরা) বিভাগের একটি টিম রাজধানীর যাত্রাবাড়ী এলাকা ও নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় অভিযান করে ৩৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ বোরহান মিয়া (২৮), নাজমা বেগম (৩৮) ও মোঃ নাহিদ আলম (২২)।
গত ১৯ সেপ্টেম্বর, ২০২০ (শনিবার) তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।
গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের সহকারী পুলিশ কমিশনার শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য দক্ষিন যাত্রাবাড়ী স্বাদ রেস্তোরা এন্ড বিরানি হাউজের সামনে অবস্থান করছে মর্মে গোপন সূত্রে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান করে ৭০০০ পিস ইয়াবাসহ মোঃ বোরহান মিয়াকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত বোরহানের দেয়া তথ্য মতে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার কালিগঞ্জ এলাকা থেকে নাজমা বেগম ও মোঃ নাহিদ আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে আরো ৩১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সংক্রান্তে তিনি আরো বলেন, তারা মাদক চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ কক্সবাজার থেকে এনে ঢাকা মহানগর ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
এই সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।