সাতক্ষীরা প্রতিনিধি: আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার ৪টি সংসদীয় আসনে ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে এই জেলায় ভোটার ছিল ১৫ লাখ ৬০ হাজার ২৫১জন। গত ৫ বছরে ভোটার বেড়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৭৩জন। হিজড়া জনগোষ্ঠীর ভোটার আছেন ১২ জন।
এর মধ্যে সদর-২ আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪টি আসনে ৬০২টি ভোট কেন্দ্রে ৩ হাজার ৭১৮টি ভোট কক্ষ থাকবে।২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ৫৯৭টি ও ভোট কক্ষ ছিল ৩ হাজার ৫০টি।
সাতক্ষীরা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে এবার ভোটার ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন।
এর মধ্যে পুরুষ ৮ লাখ ৭৬ হাজার ৯৮৪জন, নারী ৮ লাখ ৬৯ হাজার ২২৮জন ও হিজড়া ১২ জন। ৪টি আসনে ৬০২টি ভোট কেন্দ্র এবং ৩ হাজার ৭১৮টি ভোট কক্ষ থাকবে।
সাতক্ষীরা-১ তালা-কলারোয়ায় মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ০৪৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৬ হাজার ০৮৭জন, নারী ২ লাখ ৩৫হাজার ৯৫৪ জন ও হিজড়া ২জন।
সাতক্ষীরা-২ মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৬০৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯হাজার ২১৭জন, নারী ২ লাখ ১হাজার ৩৮৮ জন ও হিজড়া ৩জন।
সাতক্ষীরা-৩ আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৩১ হাজার৩৮০ জন। এর মধ্যে পুরুষ ২লাখ ১৮হাজার ২৪৬জন, নারী ২ লাখ ১৩হাজার ১৩১ জন ও হিজড়া ৩জন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ১৯৩জন। এর মধ্যে পুরুষ ২লাখ ২৩হাজার ৪৩৪জন, নারী ২ লাখ ১৮হাজার ৭৫৫ জন ও হিজড়া জন।
এদিকে একাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ তালা-কলারোয়ায় মোট ভোটারের সংখ্যা ছিলো ৪ লাখ ২৩ হাজার ০৩৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১০ হাজার ৮৩৬জন, নারী ২ লাখ ১২ হাজার ১৯৭ জন।
সাতক্ষীরা-২ আসনে মোট ভোটারের সংখ্যা ছিলো ৩ লাখ ৫৬ হাজার ২৬৯জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৭ হাজার ২৯১জন, নারী ১ লাখ ৭৮ হাজার ৯৭৮ জন।
সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) আসনে মোট ভোটারের সংখ্যা ছিলো ৩ লাখ ৮৭ হাজার ২৯০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৫হাজার ৪৭৮জন, নারী ১ লাখ ৯১ হাজার ৮১২ জন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) আসনে মোট ভোটারের সংখ্যা ছিলো ৩ লাখ ৯৩হাজার ৬৫৯জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৭হাজার ৯৩৫জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৭২৪ জন।
এদিকে এবারই প্রথম পুরুষ ও নারী ভোটারের পাশাপাশি হিজড়া ভোটারও শনাক্ত করা হয়েছে। তবে জনগোষ্ঠীর অনেকেই ভোটার তালিকায় যুক্ত হতে পারেননি বলে জানিয়েছেন হিজড়ারা।
সাতক্ষীরা কলারোয়া পৌরসভার কাউন্সিলর তৃতীয় লিঙ্গের দিথী খাতুন বলেন, ‘শুধুমাত্র কলারোয়ায় শতাধিক হিজড়া রয়েছে।পুরো জেলায় হিজড়া জন সংখ্যা কয়েক শ’ তো হবেই। কিন্তু ভোটার তালিকায় মাত্র ১৪জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ অনেকে ফরম পূরণ করার সময় হিজড়া উল্লেখ করেননি। হয়তো যারা ভাতা পান শুধুমাত্র তাদের নাম এখানে অর্ন্তভূক্ত হয়েছে।