যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
১১ নভেম্বর ২০২৩
মিজান ফারহান।।
আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। বহু চড়াই উৎরাই পেরিয়ে সংগঠনটি আজ পদার্পণ রেখেছে ৫২ বছরে।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।
২০১৯ সালে আসে নতুন নেতৃত্ব। গত প্রায় দুই বছরে নতুনদের নেতৃত্বে শুদ্ধ পথে যাত্রা করেছে এই সংগঠন।
নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে। শনিবার ভোর ৬ টায় চর ফ্যাসন উপজেলায় সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ফ্যাসন স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ই আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিষ্ঠাবাষিকীতে যুবলীগের অগনিত নেতাকর্মীদের উদ্দেশ্য
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বিএনপি একটি পাপী দল ,বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা যাবেনা। বিএনপি নির্বাচন বানচাল করার অপ চেস্টা চালাচ্ছে। আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে হবে। আগুন সন্ত্রাসী বিএনপি নির্বাচনে অংশ নিলে জনগন প্রত্যাখ্যান করবে। যারা ধ্বংস্থ। কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে মানুষ ও পরিবহনের ওপর আক্রমন চালায় তারা দেশ ও জনগনের শত্রু।
আগামী নির্বাচনে জনগনের কাছে তাদের ভোট চাওয়ার কোন অধিকার বিএনপির নেই।শনিবার ভোলার চরফ্যাসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী কো-অর্ডিনেটরদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জ্যাকব বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী স্বপ্ন বাস্তবায়ন করতে মানুষ আবারও নৌকায় ভোট দিবে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ।
আগামীর উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যাহত করতে বিএনপি- জামায়াত হরতাল- অবরোধ – কর্মসূচির নামে আবারও ষড়যন্ত্র শুরু করছে। নেতাকর্মিরা আগুন সন্ত্রাসকে প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান (স্বপন) সাধারণ সম্পাদক মোঃ আল- ইমরান সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম (বিপ্লব) যুবলীগ নেতা মোঃ পলাশ মাহমুদ ও মোঃ জহির রায়হান প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।