জ্যাবক কে ! ভোলা-৪ আসনে পূনরায় নৌকার মাঝি হিসেবে চান তৃনমূল নেতাকর্মীরা।।

চর ফ্যাশন প্রচ্ছদ ভোলা রাজনীতি

জ্যাবক কে ভোলা-৪ আসনে পুনরায় নৌকার মাঝি হিসেবে চান তৃনমূল নেতাকর্মীরা।।

মিজান ফারহান.
চর ফ্যাসন ভোলা।

২০০৮ সালের নিবার্চনে বিএনপি প্রার্থী, মোঃ নাজিম উদ্দীন আলম কে, বিপুল ভোটে হারিয়ে ভোলা- ৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। আবদুল্লাহ আল ইসলাম (জ্যাকব) টান তিন বার।

এর পর থেকে তার দল নেতৃত্বে সুসংগঠিত হয়ে উঠতে শুরু করেন, ভোলা- ৪ আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নেতাকর্মীরা।
ভোলা -৪ আসনে এমপি, জ্যাকব এর আগমনে প্রান ফিরে পান, এখানকার আওয়ামী লীগ।দিন দিন হয়ে উঠে শক্তি শালী,

ভোলা-৪ আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গণমাধ্যম জানতে চাইলে।গণমাধ্যম কর্মীর সাক্ষাৎকারে,

দঃআইচা থানা যুবলীগের আহবায়ক মোঃ আকতার হোসেন (বাবুল) বলেন,

জননেতা আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম (জ্যাকব)
এম. পি. হওয়ার পর থেকে তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ। চর ফ্যাসন উপজেলা শাখা সুসংগঠিত ঐক্যবদ্ধ হয়ে ওঠে। এই জনপদের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

এই আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অতীতের চেয়ে বর্তমানে অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ।

দঃআইচা থানা যুবলীগের আহবায়ক, মোঃ আকতার হোসেন (বাবুল) বলেন। জনাব, আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি. তৃণমূল থেকে উঠে আসা। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতির হাতে খড়ি তার ছাত্র রাজনীতি থেকে শুরু । তিনি বুঝেন নেতাকর্মীদের চাওয়া পাওয়া আবেগ ভালোবাসা।

এজন্যই তিনি সব সময় নেতাকর্মীদের চাওয়া পাওয়ার মূল্য দেন এবং তাদের পাশে থাকেন। তার দৃষ্টিনন্দন, অদৃশ্যমান, অকল্পনীয়, উন্নয়ন, অগ্রগতি, এই জনপদের সাধারণ মানুষকে, তার প্রতি আকৃষ্ট হতে সহায়ক হয়েছে।

ভোলা, চর ফ্যাসনে ও মনপুরার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এমন কোন উন্নয়ন নেই যা তিনি করে নাই।

জনক কন্যা মাননীয় প্রধানমন্ত্রী। দেশরত্ন, শেখ হাসিনার প্রশ্নে, জননন্দিত নেতা জনাব, আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম( জ্যাকব) এম.পি. মহদয় তিনি আপোষহীন থেকে তার নির্দেশিত পথে। জনক, কন্যার মনের মত করে এই অঞ্চল কে তিনি সাজিয়েছেন। যা সারা বাংলাদেশে দৃশ্যমান ।

দক্ষিণ আইচা থানা যুবলীগের আহ্বায়ক আকতার হোসেন (বাবুল) আরো বলেন, শিক্ষা শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতি, সাম্প্রদায়িক, সম্প্রীতি ও রাজনৈতিক সহ অবস্থানের। সারা বাংলাদেশের মধ্যে অনন্য উদাহরণ তিনি।

একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই শান্তি প্রিয় জনপদে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। যা ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে, দ্বিধা,বিভক্ত, করার লক্ষ্যে এবং দুর্বল করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে,

যা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য। বড় ধরনের হুমকি, তবে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র,।

ষড়যন্ত্রের জাল ছিন্ন করে স্বমহিমায় উদ্ভাসিত হবেন। আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

এদিকে,
দঃআইচা থানা যুবলীগের। যুগ্ম আহবায়ক মোঃ আশ্রাফ উদ্দিন (সবুজ) বলেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আগামী নির্বাচনে আবারো যদি জননেতা আলহাজ্ব, আবদুল্লাহ আল ইসলাম (জ্যাকব) এম.পি মহদয় কে। ভোলা -৪ আসন থেকে মনোনয়ন দেন, বিএনপি, জামায়াত সহ সকল অপশক্তিকে রুখে দিয়ে তৃণমূলক নেতাকর্মীরা নৌকা এবং আবদুল্লাহ আল ইসলাম( জ্যাকব) কে বিজয়ী করে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে এই আসন টি উপহার দিব। ইনশাল্লাহ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *