জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে স্বেচ্ছাসেবক লীগের আলোচনাসভা, দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল ১টায় সুলতানপুরস্থ পৌর প্যানেল মেয়রের কার্যালয়ে আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী ফিরোজ হাসান। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ শাফী আহম্মদ, শেখ সাহিদ উদ্দীন, ড. কাজী এরতেজা হাসান, শাহানারা মহিদ বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম তারেক উদ্দীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, মো: আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত মুখার্জী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের জে এম ফাত্তাহ, জিয়াউর রহমান বাচ্চু, শামীমা পারভীন রত্না, শিমুন শামস, লায়লা পারভীন সেজুতি, কোহিনুর ইসলাম, ইসমতারা বেগম, নাজমুন নাহার মুন্নি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, রাশিদুজ্জামান রাশি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম,
যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকা, সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শেখ এহসান হাবীব অয়ন, শেখ নিয়াজ মাহমুদ বিমান, মো: রফিকুল ইসলাম, মো: রাকিবুজ্জামান বিপ্লব, রাজীব ফরহাদ, অহেদুজ্জামান টিটু, শেখ আশিকুর রহমান শিপুল, শেখ মারুফ হাসান রিংকু, আফজাল হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম, মো: মিকাইল হোসেন, জাহিদুল ইসলাম, কাজী ফরহাদ, তৈবুর রহমান লিটু, মওদুদুল খোকন, শেখ আকিব, নাইম, কর্ণেল বাবু,মামুন, আজীম, খোকা, বাবু, হেলাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ জিয়াউল হক বনি, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম, রাজ,শেখ ফরহাদসহ প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচার দাবী করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জোর আহ্বান জানান।
সুর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী ফিরোজ হাসানের নেতৃত্বে সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব শেখ নাজমুল হক রনি। প্রেস বিজ্ঞপ্তি