রোগ কম হলে মানুষ অর্থনৈতিকভাবে বেশি ভাল থাকবে : বিএসএমএমইউ উপাচার্য

সাস্থ্য ও চিকিৎসা

নিখাদ বার্তাকক্ষ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, রোগ কম হলে দেশের মানুষ অর্থনৈতিকভাবে বেশি ভাল থাকবে। এজন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে বেশি নজর দিতে হবে।
আজ বিএসএমএমইউয়ের বি-ব্লকে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) ওরিয়েন্টেশন প্রোগ্রামের ১৬ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, ‘রোগ হলে কাজ বন্ধ থাকবে, ফলে উৎপাদন কমে যাবে। মানুষের নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। আমরা যত সুস্থ থাকব, দেশের অর্থনীতি তত ভাল থাকবে। এ কাজে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ অগ্রণী ভূমিকা পালন করতে পারে।’
উপাচার্য বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে পাবলিক হেলথের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার দিকে বিশেষ জোর দিয়েছেন। সেক্ষেত্রে জনস্বাস্থ্যবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অধ্যাপক ডা. সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *