নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা
গাইবান্ধা প্রতিনিধি | ১৩ জুলাই ২০২১ ২১:১৯ আপডেট: ১৪ জুলাই ২০২১ ১১:৩৫ ছবিঃ সংগৃহীত
গাইবান্ধা সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে মা খাতিজা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত ছেলে শাওনের (২২) বিরুদ্ধে। কান্নার চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে গিয়ে আহত অবস্থায় খাতিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে খাতিজা বেগম মারা যান।
এ ঘটনায় বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সাদেক বাদী হয়ে মঙ্গলবার সকালে ছেলের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার রাতে বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই গ্রামে আব্দুস সাদেকের ছেলে শাওন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। ঘটনার সময় শাওন তার মায়ের কাছে নেশাদ্রব্য কেনার জন্য টাকা চায়।
টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তার মা খাতিজা বেগমকে মারধর করতে থাকে। এ সময় বাধা দিতে গেলে তার বাবাকেও মারপিট করে শাওন। গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, ছেলের বিরুদ্ধে তার বাবা মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।