দেশ ও জাতির কল্যাণে কনস্টেবল ফয়সালের অবদান প্রশংসনীয়

শোক সমাজ সেবা

মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার:

জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত (কোভিড-১৯) হয়ে জীবন দিলেন বগুড়া জেলা পুলিশের কনস্টেবল ফয়সাল আলম। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

পুলিশ সদর দফতরের পাঠানো এক শোকবাণীতে আইজিপি বলেন, করোনাকালে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা জনগণের পাশে থেকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। করোনা প্রতিরোধে প্রাণ দিলেন আমাদের আরও এক বীর সদস্য কনস্টেবল ফয়সাল আলম। দেশ ও জাতির কল্যাণে তার এ অনন্য অবদান সত্যিই প্রশংসনীয়।

 

আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। আইজিপি বলেন, প্রিয় সহকর্মীদের হারানোর অব্যক্ত কষ্ট ও গভীর ক্ষত বুকে নিয়েও আমরা দৃঢ় মনোবল এবং অবিচল আস্থার সাথে জনগণের সেবায় অহর্নিশ দায়িত্ব পালন করে চলেছি। বাংলাদেশ পুলিশ দেশের সকল প্রয়োজন ও সংকটে জনগণের পাশে রয়েছে। আগামীতেও সেবার এ ধারা অব্যাহত থাকবে।

 

এর আগে শনিবার মৃত্যুবরণ করেন ফয়সাল। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ পারিবারিক কবরস্থানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয়েছে। পুলিশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৩০ জন প্রাণ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *