ভুয়া সনদ, কারাগারে চারজন।

অপরাধ বাংলাদেশ

মিজানুর রহমানঃস্টাফ রিপোর্টার।

করোনার ভুয়া সনদ, চারজন কারাগারে

 

টাকার বিনিময়ে করোনাভাইরাস পজিটিভ বা নেগেটিভের ভুয়া সনদ সরবরাহকারী চক্রের চার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।

 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল মুন্সী আসামিদের রিমান্ড শেষে হাজির করে প্রত্যেককে কারাগারে পাঠানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

কারাগারে যাওয়া আসামিরা হলেন ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলী (৪৩)।

 

এর আগে গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে করোনাভাইরাসের অনেক ভুয়া সনদপত্র, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার এবং দুটি স্ক্যানার উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় মুগদা থানায় মামলা দায়ের করে পুলিশ। এরপরে গত মঙ্গলবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *