দৈনিক নিখাদ খবর এর সিনিয়র রিপোর্টার মোঃ মোহসিনের আব্বা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান যিনি ওয়ারেন্ট অফিসার হিসেবে সততার সাথে দীর্ঘদিন বাংলাদেশ বিমান বাহিনীতে চাকুরি করেন ও সন্মানের সাথে অবসরপ্রাপ্ত হন। উনি আজ ১৮ এপ্রিল ২০২১ইং ফজরের আজানের সময় বার্ধক্য জনিত সমস্যা নিয়ে ঢাকার CMH হাসপাতালের ICU তে চিকিৎসাধীন অবস্থায় মূত্যবরণ করেন । বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের গ্রামের বাড়ী — পোড়াকান্দি, তিতাস থানা, কুমিল্লা।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ওয়ারেন্ট অফিসার, বিমান বাহিনী এবং স়ংবাদকর্মী মোঃ মোহসিন এর পিতার মৃত্যুতে **দৈনিক নিখাদ খবর** পরিবার শোকাহত।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
**দৈনিক নিখাদ খবর** পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।