দেশসেরা ব্যাংকে পরিণত কমিউনিটি ব্যাংক : আইজিপি
কমিউনিটি ব্যাংক বাংলাদেশকে প্রাইভেট সেক্টরে দেশের এবং দক্ষিণ এশিয়ায় সেরা ব্যাংকে পরিণত করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের সাতটি শাখা উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
আইজিপি বলেন, এই ব্যাংক শুধু পুলিশের নয়, দেশের সাধারণ মানুষের ব্যাংক, সবার ব্যাংক। এ লক্ষ্যেই ব্যাংকের নামকরণ করা হয়েছে ‘কমিউনিটি ব্যাংক’।
আমানতকারী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কমিউনিটি ব্যাংকের সঙ্গে আস্থা নিয়ে ব্যবসা করতে পারেন। আপনাদের আমানত সুরক্ষিত থাকবে।
ব্যাংকারদের উদ্দেশ্যে তিনি বলেন, কাস্টমারদের সঙ্গে আচরণ, সার্ভিস ডেলিভারিসহ সব ক্ষেত্রে আপনাদের স্মার্ট হতে হবে। আমানতকারী ক্ষুদ্র বা বড় যেই হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করতে হবে, যেন মানুষ কমিউনিটি ব্যাংকে প্রবেশ করেই বুঝতে পারে এটি বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন একটি স্বতন্ত্র ব্যাংক।
করোনা প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, কোভিড আক্রান্ত হয়ে যখন বিশ্বের অনেক বাঘা বাঘা দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, সেখানে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও প্রজ্ঞায় বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
পরে তিনি সুইচ টিপে ডিজিটালি ব্যাংকের শাখাসমূহ উদ্বোধন করেন। এ উপলক্ষে একটি কেক কাটা হয়।
ব্যাংকের শাখা প্রান্তে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।