অনলাইনে আয়কর দিলে পাবেন ২ হাজার টাকা

অর্থনীতি বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।

অনলাইনে আয়কর দিলে পাবেন ২ হাজার টাকা

 

আসন্ন (২০২০-২১) অর্থবছরে যেসব করদাতা প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের দুই হাজার টাকা কর রেয়াত দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা‘ শিরোনামে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এবং কর প্রদান জনপ্রিয় করতে সুবিধা দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেন, আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশনের ওপর আমরা সার্বিক গুরুত্ব আরোপ করেছি। আমি আশা করি, দ্রুত সময়ের মধ্যে আয়কর বিভাগ ও ট্রান্সফরমেশন সম্পূর্ণ করতে আমরা সক্ষম হব। ফলে করদাতারা অতি সহজে অনলাইনে আয়কর রিটার্ন কর প্রদান করতে পারবেন।

আ হ ম মুস্তফা কামাল আরো বলেন, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এবং কর প্রদানের বিষয়টিকে জনপ্রিয় করার জন্য যে সব করদাতা প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের দুই হাজার টাকা করে কর রেয়াত প্রদানের প্রস্তাব করছি। করদাতারা কর রেয়াতের এই সুযোগ গ্রহণ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে উৎসাহিত হবেন, যা আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *