এশিয়ার সর্বকনিষ্ঠ সেই কার্ডিয়াক সার্জন করোনায় আক্রান্ত
নিখাদ স্বাস্থ্য ডেক্স:করোনার প্রকোপ শুরুর পর থেকে নিরলসভাবে চিকিৎসা দিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের রোগীদের। টেলিফোনে পরামর্শ দিয়েছেন অনেক আক্রান্ত মানুষকে। অথচ গত বুধবার নিজেই করোনা পজিটিভ বলে রিপোর্ট পেলেন হাসপাতালটির সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশ্রাফুল হক সিয়াম।
করোনা পজিটিভের বিষয়টি বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ডা. আশ্রাফুল হক সিয়াম নিজেই নিশ্চিত করেছেন।
দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বকনিষ্ঠ কার্ডিয়াক সার্জন ডা. সিয়াম কার্ডিয়াক সার্জন্স সোসাইটি অব বাংলাদেশের (সিএসএসবি) সাধারণ সম্পাদক।
জানা গেছে, ডা. সিয়াম করোনা সংকটের মধ্যেই রোগীদের সেবা প্রদান করছিলেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। তবে তার অক্সিজেন স্যাচুরেশন (রুম এয়ার) কমে গেছে।
ডা. সিয়ামের একজন স্বজন জানান, শুরু থেকে সতর্কতার সঙ্গেরোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। হৃদরোগ নিয়ে কাজ করায় সবসময়ই রোগীদের প্রতি নজর রাখতে হয়। তাই প্রতিনিয়ত হাসপাতালে যাওয়া আসা করতে হয়েছে। এখন নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। মাঝে মাঝে অক্সিজেন নিতে হচ্ছে।
এই চিকিৎসক দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন তার স্বজন।