অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদফতরের সাবেক উপ-মহাপরিদর্শক বজলুর রশীদের সব সম্পদ ক্রোক নির্দেশ দিয়েছে আদালত।পাশাপাশি সাবেক এই ডিআইজি প্রিজনের দুটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং জামিন আবেদনও খারিজ করে দেয় আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন। একই সঙ্গে ২২ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে দিন ধার্য্য করেছে আদালত। অন্যদিকে দুটি জাতীয় পরিচয়পত্র রাখার দায়ে নির্বাচন কমিশনের করা মামলায় জেকেজির সাবরিনা চৌধুরীর জামিন আবেদনও নামঞ্জুর করেছে আদালত।
গণমাধ্যমের চোখকে ফাঁকি দিতে এভাবেই নিজের মুখ লুকিয়ে রাখার চেষ্টা করা মানুষটির নাম বজলুর রশীদ। ক্ষমতার অপব্যবহার করে প্রায় সোয়া ৩ কোটি টাকার জ্ঞাত আয়বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে। সেই অভিযোগে দুদকের করা মামলায় মঙ্গলবার ছিল অভিযোগ গঠনের পূর্ব নির্ধারিত দিন। এদিন আসামী যাতে তার সম্পদ স্থানান্তর বা বদল করতে না পারে, তাই সম্পদ ক্রোকের আবেদন করে দুদক।
পাশাপাশি ১১ মাস ধরে কারাগারে থাকা এই আসামীর করা জামিন আবেদনও খারিজ করে আদালত।
তবে এ বিষয়ে কথা বলতে চাইলেও গণমাধ্যমকে এড়িয়ে যান আসামীপক্ষের আইনজীবী।
অন্যদিকে দ্বৈত এনআইডি রাখার অভিযোগে ইসির করা মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরীনার জামিন আবেদন খারিজ করে দেন বিচারক শরফুদ্দিনের আদালত।