বরেণ্য চিত্রশিল্পী মর্তুজা বশীর আর নেই। আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
শিল্পীর মেয়ে মুনিরা বশীর বাসসকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে মর্তুজা বশীর মৃত্যুবরণ করেন।
মুনিরা বশীর জানান, মর্তুজা বশীর অনেকদিন ধরেই ফুসফুস ও হার্টের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এর আগেও তাকে কিডনি, ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতায় হাসপাতালে ভর্তি করা হয়। এবার হাসপাতালে ভর্তি করার পর গতকাল বিকেলে জানানো হয় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ও ভাষা সংগ্রামী মর্তুজা বশীরের বয়স হয়েছিল ৮৮ বছর।
তার বাবা প্রখ্যাত ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ আর মা মরগুবা খাতুন। ৯ ভাই-বোনের মধ্যে সবার ছোট তিনি। ব্যক্তিগত জীবনে তিনি ২ মেয়ে এবং ১ ছেলের পিতা। ছোট মেয়ে এবং ছেলে ব্যাংকার।
শিল্পী মর্তুজা বশিরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। তিনি একাধারে ভাষা সৈনিক, চিত্রকর, শিক্ষক, কবি, চলচ্চিত্র নির্মাতা, শিল্প নির্দেশক, গবেষক ও মুদ্রা বিশারদ। ১৯৮০ সালে তিনি একুশে পদক এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
আজ বাদ আসর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মেয়ে মুনিরা বশীর জানান।