ইতালীর ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন ৩ জন প্রবাসী বাংলাদেশি। ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
জান যায়, আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে গুরুত্বপূর্ণ কন্সিলুদে কম্যুনালে পদের জন্য ১ জন সহ মোট ৩ জন বাংলাদেশি প্রার্থীতা করছেন। প্রবাসীরা স্বতস্ফূর্তভাবে বাংলাদেশী প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারণায় নেমেছেন। সম্প্রতি স্থানীয় একটি রেস্টুরেন্টে এ নির্বাচনের গুরুত্বপূর্ণ কন্সিলুদে কম্যুনালে পদপ্রার্থী, ভেনিসের বিশিষ্ট ব্যাবসায়ী মনোয়ার ক্লার্কের পরিচিতি অনুষ্ঠান করেছে ৩৩ টি বাংলাদেশী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বাংলাদেশ সহ ১৬ টি দেশের নাগরিকদের জন্য ইতালী প্রবেশে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছে ইতালী সরকার। দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে জানান, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ফলে ভোগান্তির শিকার হয়েছেন বাংলাদেশে আটকে পড়া প্রায় ১৩ হাজার প্রবাসী।