আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি গ্রাহকদের ঋণ পুনর্গঠনের সময় বাড়লো। এখন থেকে ঋণ পুনর্গঠনে আগের তুলনায় দ্বিগুণ সময় পাবেন আর্থিক প্রতিষ্ঠানের গ্ৰাহকেরা।
রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, বিদ্যমান কোভিড-১৯ বাস্তবতায় আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে গ্রাহকের আর্থিক সঙ্গতি বিশ্লেষণ করে স্বীয় বিবেচনায় পুনর্গঠনের সিদ্ধান্তে উপনীত হতে পারে সে লক্ষ্যে ‘ঋণ/লিজ সুবিধার মেয়াদ বৃদ্ধির সময়সীমা অবশিষ্ট মেয়াদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত হতে পারবে’। এতদিন এই সময়সীমা ছিল ২৫ শতাংশ।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, এতদিন যেসব আর্থিক প্রতিষ্ঠান ৮ বছর মেয়াদী কোনো ঋণ পুনর্গঠনের জন্য হাতে সময় পেত ২ বছর, এখন থেকে তারা একই ঋণ পুনর্গঠনের সময় পাবেন ৪ বছর।