সুষ্ঠু নির্বাচনের দাবিতে দুমকিতে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

Uncategorized

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি>

পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

আজ রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা মাদ্রাসার স্থাবর ও অস্থাবর সম্পত্তির সঠিক বিবরণ এবং বিগত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনিক কার্যক্রমে অস্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

ভিপি নাঈম বিশ্বাস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ জুবায়ের, দপ্তর সম্পাদক মোঃ তাওহীদসহ অন্যান্য নেতৃস্থানীয় শিক্ষার্থীরা আন্দোলনে নেতৃত্ব দেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মাদ্রাসা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে গভর্নিং বডির নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা, আর্থিক লেনদেনের সঠিক হিসাব প্রকাশ এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

তবে স্মারকলিপি প্রদানের আগে আন্দোলন বিক্ষোভে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *