পঞ্চগড়ের বোদায় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের ডেপুটি চেয়ারম্যান

খেলাধুলা জাতীয় ফুটবল বাংলাদেশ

পঞ্চগড় প্রতিনিধি >

তরুণের উৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে পঞ্চগড়ের বোদায়,উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ শনিবার বিকালে জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের সনকাইপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের ডেপুটি চেয়ারম্যান,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. ফরহাদ হোসেন আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির.সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান,আবু বক্কর সিদ্দিক মহব্বত.ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিজ উদ্দিন ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল।

উদ্‌বোধনী দিন বোদা সদর ইউনিয়ন ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ফুটবল দল খেলায় অংশ নেয়। টুর্নামেন্টে উপজেলার দশটি ইউনিয়ন ফুটবল দর ও একটি পৌরসভা ফুটবল দল মোট ১১ টি অংশ নিচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাগত বক্তব্য পাঠ করে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। গ্রামীণ জনপদের বিপুলসংখ্যক মানুষ মাঠের চারপাশে দাঁড়িয়ে এই গ্রামীণ জনপ্রিয় ফুটবল খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *