অপরাধ

বেলাবতে অস্ত্রসহ মা মেয়ে গ্রেফতার

বেলাব (নরসিংদী) প্রতিনিধি> নরসিংদীর বেলাবতে দুটি রিভলবার সহ মা ও মেয়েকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।

বৃহস্পতিবার(১৬জানুয়ারী) সকাল ৭ টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি নামক স্থান হতে তাদের গ্রেফতারকরা হয়।

গ্রেফতারকৃতরা হলো-হাফিজুল ইসলামরে মেয়ে হালিমা আক্তার(২৫) এবং তার স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫) । তারা উভয়ই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বিজয় পারুয়া গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে বেলাব থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার কৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী
আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার সূত্রে জানাযায়,বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত মা মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সন্দেহ জনক ঘুরাফেরা করার সময় বেলাব থানার এস আই শামসুল আলম তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি রিভলবার উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে আসলে জিজ্ঞাসাবাদে তারক জানান সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপি পাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন
নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলো পৌছে দেয়ার জন্য তাদেরকে পাঠায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *