কলারোয়ায় করোনা ভাইরাসে সনাক্ত হয়েছেন আরও ৩ ব্যক্তি। রবিবার (১২ জুলাই) এ রিপোর্ট এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলে এ পর্যন্ত ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসলেও ইতোমধ্যে ১৬ জন করোনামুক্ত হয়েছেন। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরও কয়েকজন। এ নিয়ে বর্তমানে উপজেলায় ৩৩ জন করোনা আক্রান্ত থাকলেন।
নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
১২ জুলাই আসা রিপোর্টে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন কলারোয়া সোনালী ব্যাংকের ম্যানেজার হাসপাতাল রোডের বাসিন্দা শেখ সালাউদ্দিন (৪০)সহ তিনজন।
ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, ১১জুলাই পর্যন্ত ৫৭২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৫৪২ জনের রিপোর্ট এসেছে।