আমি একজন শিক্ষকের সন্তান, আমি এই পরিচয় দিতে নিজেকে সম্মানিত মনে করি। এম.পি জ্যাকব।

চর ফ্যাশন প্রচ্ছদ শিক্ষাঙ্গন

আমি একজন শিক্ষকের সন্তান, আমি এই পরিচয় দিতে নিজেকে সম্মানিত মনে করি। এম.পি জ্যাকব।

মিজান ফারহান।।

ভোলা-৪ চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা “অধ্যক্ষ নজরুল ইসলাম। কলেজের এইচএসসি ও ডিগ্রী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ ২১ অক্টোবর ২০২৩ইং সকাল ১১:০০ ঘটিয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শিক্ষকমণ্ডলী, বন্ধুপ্রতিম ও নবাগত শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় এম.পি জ্যাবক ।

তিনি বলেন,ঐতিহ্যবাহী এই কলেজে তোমরা যারা নবাগত শিক্ষার্থী হিসেবে পদার্পণ করেছ তোমাদের বরণ করে নেওয়ার উদ্দেশ্যেই এ অনুষ্ঠানের আয়ােজন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য এম.পি জ্যাকব বলেন।আমি আজ অত্যন্ত আনন্দিত যে এটি একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী হিসেবে আজ থেকে তোমরা নতুন শিক্ষা জীবন শুরু করতে চলেছ।সারা দেশে এই প্রতিষ্ঠান একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিনত করবে তোমরা এটা আমার বিশ্বাস ।

এখানে যারা শিক্ষক হিসেবে আছেন তারা অত্যন্ত আন্তরিক ও সহযোগীতাপূর্ণ মনোভাব রাখেন। উক্ত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে, জনাব, আবুল হাসেম মহাজন, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ।
বিশেষ অতিথি, মোঃ নুরুল ইসলাম ভি.পি. সাধারণ সম্পাদক চর ফ্যাসন উপজেলা আওয়ামী লীগ। মোঃ জয়নাল আবেদিন আখন, উপজেলা চেয়াম্যান চর ফ্যাসন ,দুলারহাট নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মোঃ মনির আহমেদ (শুভ্র) আরো উপস্থিত ছিলেন, চর মানিকা ইউনিয়নের চেয়ারম্যান, শফিউল্লাহ হাং,চর মানিকা পূর্ব শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাং, চর মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম সোহাগ। সাবেক ভারপ্রাপ্ত মোঃ রুহুল আমিন দালান। দঃআইচা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন, শশী ভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল ও দঃআইচা থানা অফিসার ইনচার্জ মোঃ সায়েদ আহমেদ। অতিথি গন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয় কলেজে প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *