ভোলা চরফ্যাশনে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ।
অক্টোবর ৮, ২০২৩
ভোলা সংবাদাতা :
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সাংবাদিক হাসান লিটনকে প্রকাশ্যে শ্বাসরুদ্ধ করে প্রাণনাশের হুমকি।
এ ঘটনায় রোববার (৮ অক্টোবর) দুপুরে দক্ষিণ আইচা থানায় অভিযোগ করা হয়েছে।
হাসান লিটন ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকা, অনলাইন ‘লালমোহন নিউজ টুয়েন্টিফোর ডটকম’র উপজেলা প্রতিনিধি।
সাংবাদিক হাসান লিটন ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার ৭ অক্টোবার সকাল ১০ টার সময় উপজেলার দক্ষিণ আইচা মেইন সড়ক ও ড্রেন নির্মাণ অনিয়মের প্রতিবাদে স্থানীয়রা ঠিকাদারের বিরুদ্ধে একটি মিছিল করে। ওই মিছিলের ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করলে। দক্ষিণ আইচা বাজার সড়কের পাশে থাকা মার্কেটের মালিক মো. জালাল আহম্মেদ তালুকদার আমার ফেসবুক পোস্ট দেখে আমার উপর ক্ষিপ্ত হয়ে রোববার ৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টার সময় দক্ষিন আইচা বাজারস্থ বাসস্ট্যান্ড মোড় পাকা রাস্তার উপর আমাকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করণসহ এলোপাথারীভাবে কিল ঘুষি ও গলা চেপে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে ঘর মালিক জালাল তালুকদার পরবর্তীতে সুযোগে পাইলে আমাকে মারধরসহ খুন করে সাংবাদিকতা ছুটাইয়া ছাড়বে হুমকী দিয়ে ঘটনাস্কুল ত্যাগ করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে পল্লি চিকিৎসকের শরণাপন্ন করে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন দক্ষিণ আইচা সহ উপজেলা, জেলার কর্মরত সাংবাদিকরা।
অভিযুক্ত জালাল তালুকদারকে সাংবাদিককে শ্বাসরুদ্ধ করে প্রাণনাশের হুমকির বিষয়ে জিজ্ঞেস করলে ওইসময় একই হুমকি আবারও দেন তিনি।
এবিষয়ে দক্ষিণ আইচা থানার (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া আশ্বাস দেন।