চরফ্যাশনে কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন
৩০ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২৮:০০
নিখাদ বার্তা কক্ষ।।
চরফ্যাশনে কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে আদালতের নির্দেশে দাফনের ৪ মাস পর নূরজাহান (৩২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গৃহবধূর স্বামীর পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
গৃহবধূ নূরজাহানের বাবা মাওলানা মোস্তফা জানান, ‘গত ১১ মে রাতে আমার মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় মারা যায়। তার মৃত্যুর ২২ দিন পর আমার জামাতা জাকির তার পরকীয়া প্রেমিকাকে বিয়ে করে ঘরে তোলে। এ ঘটনার পর জাকির তার ১ মেয়ে ও ১ ছেলেক আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পর আমার নাতি জুবায়ের বলে, তার মাকে মারধর করে মুখ চেপে শ্বাসরোধ করে মেরে ফেলেছে তার বাবা। নাতির কাছ থেকে এমন ঘটনা শুনে সুষ্ঠু বিচার পেতে আমি বাদী হয়ে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত ৫ জুলাই জামাতা জাকিরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করি।’
এ বিষয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আখতার বলেন, নূরজাহান নামে ১ গৃহবধূর মৃত্যুর পর আদালতে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। ঐ মামলার ভিত্তিতে আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা জানা যাবে।