সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১১ জুলাই) দুপুরে মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব ইউসুফ হারুন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমানসহ মেডিকেল কলেজের চিকিৎসক, নার্সসহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
বক্তারা এ সময়, জেলার ডেডিকেটেড করোনা হাসপাতালের জন্য হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, আরটি পিসিআর ল্যাব স্থাপন, পর্যাপ্ত চিকিৎসা সুরক্ষা সামগ্রী নিশ্চিত করার বিষয়ে ফলপ্রসূ আলোকপাত করেন। এছাড়া চিকিৎসক ও নার্স সংকট দূরীকরণে আরও চিকিৎসক ও নার্স পদায়নের বিষয়ে নিয়ে আলোচনা করেন তারা।