উত্তরাঞ্চল পাহাড়ি ঢলে বিপাকে

বাংলাদেশ

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। দুই দিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ এবং লালমনিরহাটের তিস্তার পানি বেড়েছে।

গত ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি গাইবান্ধার সুন্দরগঞ্জ পয়েন্টে ৩৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে ২৪ ঘন্টায় ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে জেলায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। ঘাঘট, কাটাখালী ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। ভাঙ্গন আতঙ্কে রয়েছেন নদীতীরবর্তী বাসিন্দারা। অন্যদিকে, সুনামগঞ্জে হাওরগুলোতে আবারও পানি বাড়তে শুরু করেছে। সুরমা ও যাদুকাটা নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *