যুদ্ধাপরাধী খুলনার আতিয়ারের মৃত্যু

ঢাকা

নিখাদ বার্তাকক্ষ :: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় যুদ্ধাপরাধী আতিয়ার রহমান শেখ (৭৫) মারা গেছেন।

বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢামেকের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্হায় তিনি মারা যান।

মৃত আতিয়ার খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের মৃত হাসান শেখের ছেলে। তিনি কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন। গত ২২ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে ফাঁসির রায় দেন।

কারারক্ষী মোবারক হোসেন জানান, গত শুক্রবার কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসকরা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে একজন মানবতাবিরোধীকে ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *