নিখাদ বার্তাকক্ষ : আজ কুমিল্লা ইপিজেড সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহারে পবিত্র আষাঢ়ী পূর্নিমা উৎসব উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বিহার কমিটির উদ্যোগে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা।
সকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিজেড সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমত মংগল তিষ্য ভিক্ষু। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক অশোক কুমার বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তি চাকমা, সোনারাম চাকমা, সুনীল চাকমা, শ্রিকেল চাকমা, এপি চাকমা, পবনা চাকমা ও সমর চাকমা।
আগামীকাল থেকে আশ্বিনী পূর্নিমা পর্যন্ত তিন মাসব্যাপী ইপিজেড সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহারে বর্ষাবাস অধিষ্ঠানে থাকবেন বিহারের অধ্যক্ষ শ্রীমত মংগল তিষ্য ভিক্ষু।