সাতক্ষীরায় ৭০ লাখ টাকার স্বর্ণসহ যুবক গ্রেফতার

সারাদেশ

নিখাদ বার্তাকক্ষ : সাতক্ষীরার সীমান্তে বাইসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে; যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ সময় এক যুবককে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৪ জুন) ভোরে কেড়াগাছির কাংকডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। জব্দ করা স্বর্ণের ওজন ১১৪ গ্রাম বলে জানা গেছে। গ্রেফতার কামরুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে- এমন খবরে ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি টহলদল কেড়াগাছির মজুমদার খাল নামক এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় তল্লাশি করা হলে কামরুজ্জামানের ব্যবহৃত বাইসাইকেলের সিটের নিচের পাইপের মধ্যে বিশেষ কৌশলে রাখা ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় আটক করা হয় কামরুজ্জামানকে। সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে ও আসামি কামরুজ্জামানকে কলারোয়া থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *