বঙ্গবন্ধুর মাজারে সেনাপ্রধানের ফাতেহা পাঠ ও মোনাজাত এবং শ্রদ্ধা নিবেদন

জাতীয় প্রচ্ছদ

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও মোনাজাত এবং শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্যসহ গার্ড অব অনার প্রদান করেন।

তার আগে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করার পর সেনাবাহিনীর প্রধান বঙ্গবঙ্গব মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য ১১টা ১০ মিনিটে তিনি স্মৃতিসৌধ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর মাজার ভবনে রাখা মন্তব্য বইতে স্বাক্ষর করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শ্রদ্ধা নিবেদনের সময় যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নুরুল আনোয়ার, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদ, মিলিটারি সিকিউরিটি মেজর জেনারেল খালেদ আল মামুনসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মহান মুক্তিযুদ্ধে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর মোহাম্মদ জেনারেল শাহিনুল হক।

এরপর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সেনাপ্রধান। এ সময় উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।

এর আগে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় সেনাপ্রধান বলেন, ‘আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে পারা সেনাপ্রধান হিসেবে আমার জন্য সৌভাগ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *